শিল্পখাতে চলমান গ্যাস সংকটকে ‘১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যার’ সঙ্গে তুলনা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, ‘এ ধরনের মন্তব্য ঐতিহাসিক হত্যাকাণ্ড এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি চরম অসম্মানজনক।’
তিনি বলেন, ‘গ্যাস সংকটে শিল্প কার্যক্রম ব্যাহত হলেও তা ১৯৭১-এর নৃশংসতার সঙ্গে তুলনীয় নয়। সরকার একটি ভেঙে পড়া অর্থনীতি হাতে নিয়ে দায়িত্ব পালন করছে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে।’
বিটিএমএ সভাপতির মন্তব্যে বিস্ময় প্রকাশ করে শফিকুল আলম প্রশ্ন তোলেন, ‘এটা কি অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার কোনো পরিকল্পনার অংশ?’
তিনি আরও বলেন, ‘শিল্প নেতাদের উচিত অভিযোগ গঠনমূলকভাবে উপস্থাপন করা। উসকানিমূলক বক্তব্য সমস্যার গুরুত্ব খাটো করে এবং সমাধানের প্রচেষ্টা বাধাগ্রস্ত করে।’
রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে শিল্পখাতে গ্যাস সরবরাহ ২১ শতাংশ বেড়েছে। শুধু এপ্রিলেই সরবরাহ ছিল গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ২৮ মে থেকে প্রতিদিন অতিরিক্ত ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হবে। সরকার ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা নিয়েছে এবং গ্যাসে ভর্তুকি বাবদ প্রতি ঘনমিটারে ৩৫ টাকা ব্যয় করবে।