গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে

টাইমস ন্যাশনাল
1 Min Read
গোপালগঞ্জে গুলিতে নিহত রমজানকে সনাক্ত করেন তার স্বজনরা। ছবি: অনিক রহমান/টাইমস

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশে পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে নিহত ৩ জনের মরদেহ উত্তোলন করা হবে। এরপর সেগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজী রোববার এ নির্দেশনা দেন। নিহত তিনজনের মধ্যে রমজান কাজী (১৮), ইমন তালুকদার (১৮) এবং সোহেল রানা মোল্লা (৩৫) রয়েছেন।

১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হামলা, পরে সংঘর্ষ ও গুলির ঘটনায় নিহত চারজনের ময়নাতদন্ত সে সময় হয়নি। পুলিশ লাশের সুরতহালও করেনি। বিষয়টি নিয়ে সমালোচনা হয়।

পরে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া একজনের ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে। আরেক নিহত দীপ্ত সাহার লাশ দাহ করায় ময়নাতদন্ত করা সম্ভব হবে না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *