‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ বা বিঘ্নিত হয়নি’

টাইমস রিপোর্ট
1 Min Read
গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে ‘জয় বাংলা’ স্লোগানে ভাঙচুর চালায় ও অগ্নি সংযোগ করে আওয়ামী লীগ কর্মীরা। ফাইল ছবি: অনিক রহমান/টাইমস

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বুধবারের সহিংসতার প্রেক্ষাপটে কিছু মাধ্যমে ইন্টারনেট বন্ধের গুজব ছড়ালেও মন্ত্রণালয় দাবি করেছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের অবস্থান স্পষ্ট- কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় না। দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রণালয় দাবি করে, ‘স্বৈরাচার ও তাদের দোসররা দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।’

একইসঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়, মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে যাচাই করে নেওয়া উচিত। জনজীবনের স্বাভাবিকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণের পরামর্শও দেওয়া হয়েছে।

এর আগের দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় ব্যাপক সহিংসতা ঘটে। আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে, পরে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ আরোপ করে অন্তর্বর্তী সরকার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *