গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিন ব্যক্তির ফাঁসি

1 Min Read
প্রতীকী ছবি। ভিডিও থেকে নেওয়া

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তিকে ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার এই মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির বিচার বিভাগ। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরই এ ফাঁসির রায় কার্যকরের ঘটনা ঘটলো। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের এই তিন ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন এবং দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অস্ত্র ও বিস্ফোরক সরানোর চেষ্টা করছিলেন। তাদেরকে ‘জায়নবাদী শাসকের এজেন্ট’ হিসেবে বর্ণনা করা হয় এবং হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি ঘোষণা করে। আজ সকালে সেই রায় কার্যকর করা হয়েছে।’

এ তিনজনের মৃত্যুদণ্ড ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় কার্যকর হয়, যা তুরস্ক সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই এলাকা দীর্ঘদিন ধরেই কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও গোপন গোয়েন্দা কার্যক্রমের জন্য স্পর্শকাতর হিসেবে পরিচিত।

ফাঁসির ঘটনাটি এমন এক সময়ে এলো, যখন তেহরান ও তেলআবিবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল সংশ্লিষ্ট যেকোনো অভ্যন্তরীণ হুমকিকে ইরান এখন ‘জাতীয় নিরাপত্তা সংকট’ হিসেবে বিবেচনা করছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *