নানা বিতর্কের মুখে প্রত্যাহার করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে।
সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতেও বলা হয়েছে।
নাজমুল করিম খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে গত বছরের ১১ নভেম্বর নিয়োগ পেয়েছিলেন।
সম্প্রতি তিনি আলোচনায় আসেন ঢাকা থেকে গাজীপুর যাতায়াতের সময় তার ব্যবহৃত সড়ক জনসাধারণের জন্য বন্ধ করার ঘটনায়। এছাড়া গাজীপুরে গত কিছুদিনে বেড়ে যাওয়া নানা ধরনের অপরাধের কারণেও তার কাজ নিয়ে সমালোচনা হচ্ছিল।
পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ একটি প্রতিবেদনেও গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উঠে আসে।