গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ভুতুলিয়া গ্রামের একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
নিহত কমলা বেগম (৫০) ওই গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী।
চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, ‘সকালে কদম আলী কাজের উদ্দেশে মাঠে যান, তার স্ত্রী কমলা বেগম তাল কুড়াতে বাড়ির অদূরে ঝোপে যান। দুপুরে কদম আলী বাড়ি ফেরেন, তবে স্ত্রী ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক নারী ঝোপে মাটি খোঁড়া দেখতে পেয়ে চিৎকার করেন। পরে লোকজন মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।’
কদম আলী বলেন, ‘প্রায় দুই মাস আগে প্রতিবেশী নবী হোসেনের সঙ্গে সামান্য বিষয় নিয়ে আমাদের বিরোধ হয়েছিল। এর বাইরে কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই।’
ওসি আব্দুল বারিক বলেন, ‘নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’