গাজীপুরে ট্রেন এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রাকের চালক এবং হেলপার নিহত হয়েছেন। মহানগরীর পুবাইলের আক্কাস মার্কেট এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এতে ট্রাকের হেল্পার ঢাকার উত্তরা কামাড়পাড়ার আব্দুল্লাহপুরের শাহ আলমের ছেলে বাবুল খান ও ট্রাকের চালক মানিকগঞ্জে ঘিওরের পয়লা পূর্বপাড়ার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন মারা যান।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, এদিন রাতে পুবাইলের আক্কাস মার্কেট এলাকায় রেল ক্রসিংয়ে মাটিবাহি একটি ড্রাম ট্রাক রেল লাইনে উঠে গেলে দ্রুতগতির পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি দুমড়ে মুছড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা গেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।