গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মুদিখানা ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে চান্দনা চৌরাস্তা শাপলা মেনশনের পেছনে মুদিখানা মার্কেটে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যোগ করেন তিনি।
অগ্নিকাণ্ডে বেশ কিছু মুদি দোকান ও কাঁচাবাজারের দোকান পুড়ে যায়। তবে, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।