গরমে হাঁসফাঁসের দিন শুরু

admin
By admin
2 Min Read
প্রতিকী ছবি

আকাশ ঝকঝকে পরিস্কার, দুপুরের রোদে বাড়ছে তাপ। ক্রমেই বাড়ছে বাতাসে গরমের অনুভুতি। বৃষ্টির দেখা ছাড়া এভাবেই গরমের অনুভুতি আরো কয়েকদিন থাকবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ঢাকার আবহাওয়া ছিল অনেকটা অস্বস্তিকর। এ যেন গরমের প্রথম ধাক্কা। সকাল থেকেই দিনের তাপমাত্রা বাড়তে থাকে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় রোদের তীব্রতা বেশি হওয়ায় খুব অল্পতেই মানুষ হয়রান হয়ে যাচ্ছে। ফলে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাদের আয়-রোজগার বন্ধের উপক্রম। একান্তই যাদের বাইরে বের হতে হচ্ছে তারা বেশিক্ষণ কাজ করতে পারছেন না।

এই গরম এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ধারাবাহিক থাকবে বলে মনে করা হচ্ছে। আগামী ১০ দিনে বৃষ্টির তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বৈশাখের প্রথম দিক থেকে বৃষ্টি হতে পারে। তারপর গরমের অনুভুতি কিছুটা কমবে। আশার কথা, বাতাসে জলীয় বাষ্প এখনও কম, তাই এই গরমে টিকে থাকা যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘গতকালের চেয়ে আজকে গরম বেশি। রবিবার দিনের তাপ কিছুটা কমবে। ঈদের দিন আকাশ পরিষ্কার থাকবে, তবে বৃষ্টির লক্ষণ নেই। এপ্রিলের তৃতীয় সপ্তাহে গরম কিছুটা কমবে, তখন বৃষ্টি হওয়ার লক্ষণ আছে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই তাপ প্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

কয়েকদিন গরম বাড়লেও বৃষ্টির কোনো লক্ষণ দেখছে না আবহাওয়া অফিস। শুক্রবার দিনের তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে। শনিবারও দিনের তাপ এমনই থাকবে। তবে রবিবার দিনের তাপ তেমন না বাড়লেও বাড়বে রাতের গরম। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *