গণসংহতি অফিসের কাছে ককটেল বিস্ফোরণ

টাইমস রিপোর্ট
1 Min Read
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস

রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস

ঘটনার পর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হন। তাদের নেতাকর্মীদের ভয় দেখাতেই এ ককটেল হামলা বলে মনে করছেন তারা।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক।

তিনি বলেন, ‘কারা, কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে গত ২৪ জুন রাতে বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হন।

তার আগের দিন বিকেলে বাংলামোটরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *