খালেদা জিয়া আপস করলে অনেক আগেই সরকারে আসতে পারতেন। তবে তিনি তা করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
তিনি বলেন, ‘খালেদা জিয়া জেলে যাওয়ার সময় বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও”। আজও তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আজ তিনি মিথ্যা মামলা ও বিভিন্ন অসুখে ভুগছেন।’
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে’ মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী-পুরুষ এবং শিশু সবাই রাস্তায় নেমেছিল। সেদিন শিশু ও ছাত্ররা নিহত হয়েছে। এ হত্যার দায় সরকারের ওপরেই ছিল। গণঅভ্যুত্থানের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু এখনো ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেনও জানান তিনি।
শিল্পী সমাজকে সতর্ক করেন তিনি বলেন, ‘আপনারা সজাগ থাকুন। শিল্পী মানুষ হিসাবে শিল্পচর্চার মাধ্যমে দেশের মানুষের সাধারণ জীবন, তাদের চিত্র ও কথা বলার অধিকার তুলে ধরবেন। সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। জনগণের অধিকারে এবং গণতন্ত্রের জন্য লড়াই চালাবেন।’
আগামী ২১ দিনের মধ্যে শিল্পকলা-সচিবালয় থেকে ফ্যাসিস্টদের সরানো না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু।