বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার রাতে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি সব ধরনের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি সম্মান জানায় এবং গণতান্ত্রিক পরিবেশে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো কাজ সমর্থন করে না। দলের পক্ষ থেকে সুস্থ রাজনৈতিক কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানানো হয়।
তিনি আরও বলেন, হামলায় বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। নুরুল হক নুরসহ আহত সকল নেতা-কর্মীর দ্রুত সুস্থতার কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
এদিন সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দুটি দলের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত সোয়া ৮টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আবার সংঘর্ষ হয়। এতে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, তাদের মধ্যে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন জ্বালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলে।