খিয়াং নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবি ৪৭৫ নাগরিকের

টাইমস রিপোর্ট
2 Min Read
খিয়াং নারী ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাকার শাহবাগে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নে খিয়াং সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন ৪৭৫ জন সচেতন নাগরিক।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত ও বিচারকাজে ধীরগতি এবং প্রশাসনের নির্লিপ্ততায় নিন্দা জানিয়েছেন তারা।

বাংলাদেশ খিয়াং স্টুডেন্টস ইউনিয়নের সাবেক সভাপতি জনি খেয়াং, বর্তমান সভাপতি হিরো খেয়াং ও সাধারণ সম্পাদক সাহ্লাউ খেয়াং বিবৃতির বিষয়য়টি জানিয়ে এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

৫ মে বিকেলে থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মংখয় পাড়ার বাসিন্দা চিংমা খিয়াংয়ের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ নিয়ে আদিবাসীদের বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছিল বান্দরবান জেলা প্রশাসন। কিন্তু ঘটনার এক মাস পেরিয়ে গেলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলে বিবৃতি দিয়েছেন ৪৭৫ নাগরিক।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন সিরাজ, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমী, সুপ্রিম কোর্টের আইনজীবী এ ইউ জেড প্রিন্স, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, নির্মাতা ও লেখক সৈয়দা নীলিমা দোলা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আশুতোষ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উসাইন মারমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৬ মে থানচি থানায় মামলা করা হলেও বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। চাঞ্চল্যকর এ ঘটনার তদন্ত ও বিচারকার্যে ধীরগতি এবং প্রশাসনের উদ্দেশ্যপ্রণোদিত নির্লিপ্ততাকে আমরা তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে চিংমা খিয়াংয়ের ধর্ষণ ও হত্যার বিচারবিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং অবিলম্বে ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করার দাবি জানাই।’

এছাড়া পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের ঘটনার বিচার নিশ্চিত করতে পৃথক আইন ও ট্রাইব্যুনাল গঠন করার দাবিও জানিয়েছেন বিবৃতিদাতারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *