খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান ইসহাক দার। তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সাক্ষাতে মূলত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার। একই দিন দেখা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও।

শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। দুপুর দুইটার দিকে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ নিয়ে পাকিস্তানের তিন সদস্য বাংলাদেশে এলেন। গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, বুধবার এসেছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *