কৃষকের ক্ষতি কমাতে আলু কিনবে সরকার: কৃষি উপদেষ্টা

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনে কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ইউএনবি

এ বছর আলুর উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে আলু কেনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আলুর দাম এ বছর কমে গেছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারিভাবে কিছু আলু ক্রয় করা হবে। কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ নিয়েও সিদ্ধান্ত হয়েছে।’

‘বিএডিসির টিস্যু কালচার ল্যাবে আলু, আনারস, খেজুরসহ বিভিন্ন ফসলের চারা উৎপাদন হচ্ছে। স্থানীয়ভাবে এসব চারা ছড়িয়ে দিলে আমদানি নির্ভরতা কমবে। বিশেষ করে উন্নত জাতের আলু বীজ দেশে উৎপাদন করতে পারলে কৃষির জন্য তা ইতিবাচক হবে,’ বলে উল্লেখ করেন তিনি।

সবজির দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘টানা বৃষ্টিতে খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে প্রভাব পড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এ সমস্যা কেটে যাবে।’

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে এবং নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। নির্বাচনের সময় কোনোভাবেই অস্ত্র ঢুকতে দেওয়া হবে না।’

সামাজিকমাধ্যমে প্রচারিত নানা প্রোপাগান্ডা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এখন সবাই যা বলতে চান, তা প্রকাশ করতে পারছেন।’

‘দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ এবং সীমান্ত এলাকার জনগণও অনেক সচেতন’ বলে দাবি করেন তিনি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *