কাশিমপুরে চীনা নাগরিকের কারখানায় ডাকাতি

admin
By admin
2 Min Read
কাশিমপুরে টাইগার ব্যাটারী কারাখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
Highlights
  • কারখানার চায়না পরিচালক ইউই জু পুলিশকে বলেন, 'রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়েছি। এরপর সেখানে গিয়ে দেখতে পাই ডাকাতরা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে রেখেছে। আর কারখানার ব্যাটারী তৈরির মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে।'

গাজীপুরে চীনের এক নাগরিকের মালিকানাধীন কারাখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

‘টাইগার ব্যাটারী’ নামের কারখানাটি গাজীপুরের কাশিমপুর এলাকায় অবস্থিত।

কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্যরাতে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় এক কোটি টাকার মালামাল লুট করেছে।

কারখানাটির অবস্থান  কাশিমপুর মেট্রো থানার অর্ন্তগত ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর নামক স্থানে।

কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশ টিম কাজ করছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কারখানার নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কারখানার দেয়াল টপকে প্রথমে ৫ জন ডাকাত ভেতরে ঢোকে। তারা উপস্থিত তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে পাশের একটি জায়গায় চটের বস্তা দিয়ে ঢেকে রাখে ডাকাতদল। কারখানার গেটের চাবি কেড়ে নিয়ে ডাকাতদল সেখানে আরও ১০ জনকে ঢুকতে সহযোগিতা করে। এরপর ডাকাতরা একটি পিকআপভ্যানে লুট করা মালামাল তুলতে থাকে।

ডাকাতরা কারখানা থেকে ব্যাটারী তৈরির মালামাল, তৈরি ব্যাটারি, দুটি ল্যাপটপ ও সাতটি কম্পিউটার, সিসি ক্যামেরা ডিভাইসসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ মিলেছে।

দোভাষী সুমন মিয়ার সহায়তায় কারখানার চায়না পরিচালক ইউই জু পুলিশকে বলেন, ‘রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়েছি। এরপর সেখানে গিয়ে দেখতে পাই ডাকাতরা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে রেখেছে। আর কারখানার ব্যাটারী তৈরির মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *