ধর্ষণ মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
জামিনের খবর পেয়ে কারাফটকে উপস্থিত হন তার সদ্য বিবাহিত স্ত্রী। মুক্তির পর স্বামী-স্ত্রী একসঙ্গে মোটরসাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ সময় কাটান। এ সময় দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সকালে নোবেলকে মুক্তি দেওয়া হয়।
ধর্ষণের অভিযোগে গত ২০ মে গ্রেপ্তার হন নোবেল। ওই মামলায় অভিযোগকারী নারী দাবি করেন, নোবেল তাকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন। গ্রেপ্তারের পর আদালতে নোবেলের আইনজীবী জানান, অভিযোগকারী নারী নোবেলের স্ত্রী। তবে সে সময় আদালতে কোনো কাবিননামা দাখিল করা হয়নি।
পরে আদালতের নির্দেশে ১৯ জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের সময় দুজনের পরিবারের চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। আদালতের কাছে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।