কান ২০২৫: সাহিত্য থেকে রুপালি পর্দায়

টাইমস রিপোর্ট
4 Min Read
‘ডাই মাই লাভ’ চলচ্চিত্রে জেনিফার লরেন্স । ছবি: ব্ল্যাক লেবেল মিডিয়া

ফ্রান্সে দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে চলছে কান চলচ্চিত্র উৎসব। এবার এর ৭৮তম আসরে অফিসিয়াল সিলেকশনে নতুন যেসব ছবি জায়গা পেয়েছে, সেগুলোর মধ্যে ১০টিরও বেশি আছে সাহিত্য অবলম্বনে। আর্জেন্টাইন নারী আরিয়ানা হারউইৎজের উপন্যাস অবলম্বনে ‘ডাই, মাই লাভ’ পরিচালনা করেছেন স্কটল্যান্ডের লিন রামজে। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবিটিতে অভিনয় করেছেন হলিউড তারকা জেনিফার লরেন্স ও রবার্ট প্যাটিনসন।

ফ্রান্সের আফসিয়া আর্জি পরিচালিত ‘দ্য লিটল সিস্টার’ তৈরি হয়েছে ২০২০ সালে প্রকাশিত ফাতিমা দাসের ‘দ্য লাস্ট ওয়ান’ উপন্যাস অবলম্বনে।

দক্ষিণ আফ্রিকার অলিভার হারমানাস পরিচালিত ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে ইন্টারনেটে বন্ধু হয়ে ওঠা দুই তরুণকে কেন্দ্র করে। তারা নিউ ইংল্যান্ডবাসীর জীবন, কণ্ঠস্বর ও লোকজ সংগীত রেকর্ড করতে বেরিয়ে পড়ে। তাদের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল ও জশ ও’কনোর। এটি তৈরি হয়েছে ২০২৪ সালে প্রকাশিত বেন শ্যাটাকের ছোটগল্প অবলম্বনে।

(বাঁ থেকে ঘড়ির কাঁটার মতো) ‘টু প্রসিকিউটরস’, ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ ও ‘দ্য লিটল সিস্টার’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

ইউক্রেনের সের্গেই লজনিৎজা পরিচালিত ‘টু প্রসিকিউটরস’ তৈরি হয়েছে ১৯৩৭ সালে প্রকাশিত সোভিয়েত সমাজতান্ত্রিক পদার্থবিদ, রাজনৈতিক বন্দি ও লেখক জর্জি দেমিদভের গ্রন্থ অবলম্বনে। রাজনৈতিক থ্রিলারধর্মী ছবিটির গল্প একজন তরুণ আইনজীবীকে কেন্দ্র করে, যিনি রক্তে লেখা একটি বেনামী চিঠি পান।

‘ফুয়োরি’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: ইন্ডিগো ফিল্ম

প্রয়াত লেখক, অভিনেত্রী ও নারীবাদী গলিয়ার্দা সাপিয়েন্সার বায়োপিক ‘ফুয়োরি’ পরিচালনা করেছেন ইতালির মারিও মার্তোনে।

‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর শুটিংয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট । ছবি: নেভামাইন্ড পিকচার্স

আঁ সাঁর্তে রিগা
আমেরিকান কথাসাহিত্যিক ও শিক্ষক লিডিয়া ইয়াকনাভিচের স্মৃতিগ্রন্থ অবলম্বনে হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট পরিচালনা করেছেন ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’। এর মাধ্যমে ক্রিস্টেনের অভিষেক হলো ক্যামেরার পেছনে।

‘দ্য গ্রেট আর্চ’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

ফ্রান্সের স্তিফান দেম্যুসতিয়ের পরিচালিত ‘দ্য গ্রেট আর্চ’ তৈরি হয়েছে ২০১৬ সালে প্রকাশিত ফরাসি নারী লরোঁস কসে’র উপন্যাস অবলম্বনে। আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে দেখা যাবে ফরাসি বিপ্লবের একটি স্মৃতিস্তম্ভ নকশা করার প্রতিযোগিতা।

‘অ্যা পেল ভিউ অব হিলস’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: বুনবুকু

জাপানের কাজু ইশিগুরোর প্রথম উপন্যাস অবলম্বনে কেই ইশিকাওয়া পরিচালিত ‘অ্যা পেল ভিউ অব হিলস’ ছবির গল্প নাগাসাকিতে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া একজন বিধবা ও তার মেয়েকে কেন্দ্র করে।

‘পিলিয়ন’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: এলেমেন্ট পিকচার্স

যুক্তরাজ্যের হ্যারি লাইটন পরিচালিত প্রথম ছবি ‘পিলিয়ন’ তৈরি হয়েছে ২০২০ সালে প্রকাশিত অ্যাডাম মার্স-জোন্সের ‘বক্স হিল: অ্যা স্টোরি অব লো সেলফ-এস্টিম’ অবলম্বনে। এর গল্প সত্তর দশকের এক তরুণ সমকামী পুরুষের আত্ম ও যৌনতার শুরুকে কেন্দ্র করে।

‘অ্যা ম্যাগনিফিসেন্ট লাইফ’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: পিকচার বক্স

প্রতিযোগিতার বাইরে
ফরাসি কথাসাহিত্যিক মার্সেল পানিয়লের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে অ্যানিমেটেড ছবি ‘অ্যা ম্যাগনিফিসেন্ট লাইফ’ পরিচালনা করেছেন ফ্রান্সের সিলভাঁ শোমে। এটি নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিংস বিভাগে।

কান প্রিমিয়ার বিভাগে নির্বাচিত ‘অরওয়েল: ২+২ = ৫’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন হাইতির রাউল পেক। ভারতে জন্মগ্রহণ করা ব্রিটিশ কথাসাহিত্যিক-কবি জর্জ অরওয়েলের জীবনের শেষ দিনগুলো ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে তার ভূমিকা তুলে ধরা হয়েছে এতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *