কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটের ৫৭তম আসরে নির্বাচিত জাপানের ইয়ুইগা দানজুকা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’-এর একজন অভিনেতার এজেন্ট পাম গাছ পড়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে কান শহরের জনাকীর্ণ বুলভার্ড দ্যু লা ক্রয়জেট সড়কে হাঁটার সময় তীব্র বাতাসের কারণে একটি পাম গাছ হঠাৎ তার ওপর ভেঙে পড়ে। ডিরেক্টর’স ফোর্টনাইটের আয়োজক ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আহত এজেন্ট এখন হাসপাতালে চিৎিসাধীন আছেন। তার মেরুদণ্ড ও নাকে আঘাত লেগেছে। তাকে বিশেষজ্ঞরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে আহত ব্যক্তির নাম কিংবা তিনি কোন অভিনেতার এজেন্ট সেসব কিছুই জানায়নি ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড।

গেলো বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে জেডাব্লিউ ম্যারিয়ট হোটেলের থিয়েটার ক্রয়জেটে জাপানি তারকা কোদাই কুরোসাকি অভিনীত ‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এজেন্ট আহত হওয়ার ঘটনায় ছবিটির প্রেস টিম পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল করেছে।
জানা গেছে, ফুটপাতে তিন মিটার লম্বা একটি পাম গাছ আচমকা পড়ে যাওয়ায় ৩০ বছর বয়সী ওই ব্যক্তি আহত হয়েছেন। গাছটি দ্রুত সরিয়ে নিতে সমুদ্র সৈকতের পাশে বেড়ানোর পথের একটি অংশ বন্ধ করে দেয় পুলিশ। উৎসুক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পড়ে যাওয়া গাছের ভিডিও ধারণ করেছে।

ফরাসি উপকূলীয় শহর কানে প্রতিবছর চলচ্চিত্র উৎসব চলাকালে ৩৫ হাজার থেকে ৪০ হাজার দর্শক আসে। তাদের মধ্যে থাকে ১৫ হাজার পেশাদার চলচ্চিত্রকর্মী। এছাড়া হাজার হাজার ভক্ত প্রিয় তারকাদের একঝলক দেখার আশায় ভিড় করেন।

৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ১৩ মে। অফিসিয়াল সিলেকশনের মধ্যে রয়েছে মূল প্রতিযোগিতা, আঁ সাঁর্তে রিগা, প্রতিযোগিতার বাইরে, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিংস, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, লা সিনেফ, কান ক্ল্যাসিকস, সিনেমা দ্যু লা প্লাজ ও ইমারসিভ প্রতিযোগিতা বিভাগ। এছাড়া ডিরেক্টর’স ফোর্টনাইট, ক্রিটিকস’ উইক ও এসিআইডি হলো উৎসবের সমান্তরাল তিনটি বিভাগ। এবারের আসর চলবে ২৪ মে পর্যন্ত।