কানে আলোচনায় ট্রাম্পের শুল্ক আরোপ, নজরে বাংলাদেশের ‘আলী’

টাইমস রিপোর্ট
15 Min Read
কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবন ও ‘আলি’র পোস্টারের কোলাজ । ছবি: কান উৎসবের ফেসবুক পেজ ও রানআউট ফিল্মস

স্বর্ণপামের লড়াই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ, তিন বছর পর হলিউড সুপারস্টার টম ক্রুজের ফেরা, চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশ্ব রাজনীতির আবহ ও লালগালিচার জৌলুস– ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে আলোচনা হবে এসব নিয়েই। তবে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের আলাদা নজর থাকছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র দিকে। কানের ইতিহাসে এবারই প্রথম ছোট দৈর্ঘ্যের ছবির স্বর্ণপামের জন্য মনোনীত হলো বাংলাদেশের কোনও ছবি।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। ফরাসি অভিনেতা লরোঁ লাফিত এই আয়োজন সঞ্চালনা করবেন। ২০১৬ সালে ৬৯তম কান উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা আছে তার।

উদ্বোধনী অনুষ্ঠানে ৮১ বছর বয়সী আমেরিকান অভিনেতা রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে। তার অভিনীত ও মার্টিন স্করসেসি পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ ১৯৭৬ সালে ২৯তম কান উৎসবে স্বর্ণপাম জিতে নেয়। নায়ককে সম্মান জানিয়ে সেই সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে এবারের আসরে।

‘লিভ ওয়ান ডে’ চলচ্চিত্রের পোস্টার । ছবি: পাতে ফিল্মস

পয়লা রাতেই ইতিহাস
কান উৎসবের ৭৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ফরাসি ভাষার কমেডি ‘লিভ ওয়ান ডে’! এটি ফ্রান্সের আমেলি বোনাঁ পরিচালিত প্রথম চলচ্চিত্র। এবারই প্রথম কোনও পরিচালকের প্রথম ছবি কানের উদ্বোধনী রাতের জন্য নির্বাচিত হয়েছে। ফলে ‘লিভ ওয়ান ডে’ দিয়ে উৎসবটি উদ্বোধনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। কান ও আমেলি বোনাঁর জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ উৎসবটি এখন পর্যন্ত কোনও নতুন পরিচালকের কাজ দিয়ে শুরু হয়নি।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) উৎসব উদ্বোধনের পরপরই ‘লিভ ওয়ান ডে’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। একই দিনে ফ্রান্সে পাতে ফিল্মসের পরিবেশনায় বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে।

২০২১ সালে আমেলি বোনাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লিভ ওয়ান ডে’ সিজার পুরস্কার জিতেছে। সেই গল্প নিয়েই এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ড্রামা, প্রেম ও সংগীতের মিশেলে নির্মিত ছবিটিতে আছে কানাডিয়ান বিখ্যাত গায়িকা সেলিন ডিয়োনের গান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফরাসি গায়িকা জুলিয়েট আরমানে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে জন লেননের ‘ইমাজিন’ গানটি পরিবেশন করে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি।

‘লিভ ওয়ান ডে’তে প্যারিসের উদীয়মান শেফ সেসিলের গল্প বলা হয়েছে। নিজের স্বপ্নের রেস্তোরাঁ খোলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় এই নারী। কিন্তু হঠাৎ বাবার হৃদরোগের কারণে তাতে ছন্দপতন ঘটে। একদিন অপ্রত্যাশিতভাবে কৈশোরের প্রেম ফিরে আসে তার সামনে। আবেগঘন এই পুনর্মিলনে নিজেকে নতুনভাবে খুঁজে পেতে থাকে সেসিল।

‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ ছবিতে (বাঁ থেকে) গ্রেগ টারজান ডেভিস, টম ক্রুজ, সায়মন পেগ ও হেইলি অ্যাটওয়েল (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

তারকার সমারোহ
কান উৎসবের লালগালিচায় চোখ থাকে তামাম দুনিয়ার! কারণ নবীন-প্রবীণ নামিদামি তারকার সমাবেশ ঘটে এতে। বাহারি পোশাক ও সাজগোজে দর্শকদের মুগ্ধ করেন তারা। এবারের আসরে হলিউড তারকাদের লক্ষণীয় উপস্থিতি থাকবে লালগালিচায়। হলিউড সুপারস্টার টম ক্রুজ ‘মিশন : ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজের সমাপ্তি টানতে আসছেন কানে। প্রতিযোগিতার বাইরে তার অভিনীত ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এ উপলক্ষে সাগরপাড়ে তাকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়বে বলা চলে। তিন বছর পর কানে ফিরছেন তিনি। ২০২২ সালের উৎসবে তার অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ দেখানো হয় প্রতিযোগিতার বাইরে। জোসেফ কসিনস্কি পরিচালিত ছবিটি পরে বিলিয়ন ডলারের ব্যবসা করে। ‘মিশন : ইমপসিবল’-এর শেষ কিস্তির বেলায় একই সাফল্যের পুনরাবৃত্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এবারের আসরে প্রতিযোগিতার বাইরে বিভাগের আরেক আকর্ষণ খ্যাতিমান আমেরিকান পরিচালক স্পাইক লি’র ‘হায়েস্ট টু লোয়েস্ট’। ২০২১ সালে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন তিনি। জাপানের কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘হাই টু লো’ (১৯৬৩) অবলম্বনে নতুন ছবিটি বানিয়েছেন ৬৮ বছর বয়সী এই নির্মাতা। তার নতুন ছবিতে একজন সংগীত মোগলের ভূমিকায় অভিনয় করেছেন হলিউডের হেভিওয়েট তারকা ডেনজেল ওয়াশিংটন, যিনি মুক্তিপণের ষড়যন্ত্রে আটকে পড়েন। ছবিটির জন্য ডেনজেল ওয়াশিংটন প্রথমবারের মতো কানের লালগালিচায় হাজির হবেন।

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে সমবেত হবেন আরও অনেক তারকা। আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিনিশিয়ান স্কিম’-এর প্রিমিয়ারে সবচেয়ে বেশি তারকার সমারোহ ঘটবে। টম হ্যাঙ্কস, বেনিসিয়ো দেল তোরা, বেনেডিক্ট কাম্বারব্যাচ, ব্রায়ান ক্র্যানস্টন, বিল মারি, জেফ্রি রাইট, রিজ আহমেদ, স্কারলেট জোহানসন, হোপ ডেভিস, অভিনেত্রী কেট উইন্সলেটের মেয়ে মিয়া থ্রিপলটন। এ নিয়ে চতুর্থবারের মতো মূল প্রতিযোগিতায় জায়গা পেলেন ওয়েস অ্যান্ডারসন।

‘দ্য ফিনিসিয়ান স্কিম’ চলচ্চিত্রের দৃশ্যে বেনিসিয়ো দেল তোরো । ছবি: ইউনিভার্সাল পিকচার্স

ব্রিটিশ অভিনেতা জশ ও’কনোর মূল প্রতিযোগিতায় নির্বাচিত ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ ও ‘দ্য মাস্টারমাইন্ড’ ছবির জন্য লালগালিচায় হাঁটবেন। এছাড়া লালগালিচায় দেখা দেবেন জার্মান অভিনেত্রী ডায়েন ক্রুজার (আমরুম), ইরানি তারকা গোলশিফতাহ ফারাহানি (আলফা), মার্গারেট কোয়ালি, অব্রি প্লাজা ও ক্রিস এভান্স (হানি ডোন্ট), ড্যাকোটা জনসন, অস্টিন বাটলার (স্প্লিটসভিল), ওয়াকিন ফিনিক্স, এমা স্টোন, পেদ্রো পাসকাল (এডিংটন), জোডি ফস্টার (ভি প্রিভে), পল মেসকাল (দ্য হিস্ট্রি অব সাউন্ড)।

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ মূল প্রতিযোগিতায় স্বাধীন কয়েকটি ছবির সঙ্গে লড়বে। এরমধ্যে ইওয়াকিম ত্রিয়ার পরিচালিত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও জুলিয়া দুকুরনোর ‘আলফা’ অন্যতম। কানের ইতিহাসে স্বর্ণপাম জয়ী নারী মাত্র তিন জন। জুলিয়া দুকুরনো তাদেরই একজন। ২০২১ সালে তার পরিচালিত ‘তিতান’ এই সম্মান পেয়েছে। স্বর্ণপাম জয়ী বাকি দুই নারী হলেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন (দ্য পিয়ানো) ও ফ্রান্সের জাস্টিন ত্রিয়ে (অ্যানাটমি অব অ্যা ফল)।

জুলিয়া দুকুরনোর ‘আলফা’ ছবিতে দেখা যাবে এইডস মহামারির প্রেক্ষাপটে শরীরের ভয়াবহতা। মূল প্রতিযোগিতায় নির্বাচিত ‘এডিংটন’ আশির দশকের এইডস সংকট নিয়ে নির্মিত। শোনা যাচ্ছে, করোনা মহারির প্রেক্ষাপটও রয়েছে এতে। স্প্যানিশ পরিচালক কার্লা সিমনের ‘রোমেরিয়া’ ছবির বিষয়বস্তুও এইডস।

কানে এখন পর্যন্ত ৯ জন পরিচালক দু’বার করে স্বর্ণপাম জিতেছেন। তাদের মধ্যে বেলজিয়ামের দারদেন ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়ের ও লুক দারদেনের নতুন ছবি “দ্য ইয়াং মাদার’স হোম” আছে এবারের মূল প্রতিযোগিতায়।

(বাঁ থেকে) স্কারলেট জোহানসন, ক্রিস্টেন স্টুয়ার্ট ও হ্যারিস ডিকিনসন । ছবি: এক্স

তারকা থেকে পরিচালক
আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন, ক্রিস্টেন স্টুয়ার্ট ও ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসনের অভিষেক হচ্ছে ক্যামেরার পেছনে। তিন তারকার প্রথম পরিচালিত ছবিগুলো প্রতিযোগিতা করবে আঁ সাঁর্তে রিগা বিভাগে। স্কারলেট জোহানসন হলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এবারের আসরে মূল প্রতিযোগিতায় নির্বাচিত ‘দ্য ফিনিশিয়ান স্কিম’-এ অভিনয় করেছেন তিনি। ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১৮ সালে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে স্বর্ণপাম জয়ী রুবেন অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন হ্যারিস ডিকিনসন। গত বছর ‘বেবিগার্ল’ ছবিতে নিকোল কিডম্যানের সঙ্গে জুটি বেঁধে দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছেন তিনি। কানে আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানাবে ফ্যাশন প্রতিষ্ঠান কেরিং।

আলোচনায় ট্রাম্প
বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্প এমনিতে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা হ্রাসের কারণে ধুঁকছে। তার ওপর একসপ্তাহ আগে মার্কিন শুল্ক আরোপের হুমকির মুখে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।  ‘বিদেশি ভূখণ্ডে নির্মিত’ চলচ্চিত্রের ওপর ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা সত্যিই বাস্তবায়িত হবে কিনা সেই বিষয় ঘুরেফিরে আসবে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে। কীভাবে এই শুল্ক বাস্তবায়ন করা হবে তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। শুল্ক আরোপের ঘোষণায় বিদেশি প্রযোজনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উৎসবে হেভিওয়েট আমেরিকান তারকারা এ নিয়ে সোচ্চার হবেন কিনা সেদিকে তাকিয়ে আছেন অনেকে। আমেরিকার বাইরে নির্মিত চলচ্চিত্রের ওপর ট্রাম্প ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় বিশ্বব্যাপী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শঙ্কিত ও বিভ্রান্ত। কখন এ ধরনের শুল্ক প্রয়োগ করা হবে কিংবা কীভাবে সেটি কার্যকর হবে এসব ভেবে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। কানে এই দুশ্চিন্তাই বিভিন্ন আলোচনায় প্রাধান্য পাবে।

‘টু থাউজেন্ড মিটারস টু অ্যান্দ্রিইকা’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

পর্দায় যুদ্ধ পরিস্থিতি
বরাবরের মতো কানের অফিসিয়াল সিলেকশনে বিশ্ব রাজনীতি ও চলমান বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির আবহ রয়েছে। মঙ্গলবার ‘ইউক্রেন দিবস’ অনুষ্ঠানের অংশ হিসেবে ইউক্রেন যুদ্ধ ভিত্তিক তিনটি চলচ্চিত্র দেখানো হবে। এরমধ্যে বুনুয়েল থিয়েটারে সকাল ১০টায় ইভ জ্যুলন্দ, লিজা ভাপনি ও আরিয়ান শেমাঁ পরিচালিত ‘জেলেনস্কি’, বাজিন থিয়েটারে দুপুর ১টা ৩০ মিনিটে বার্নার্ড হেনরি লেভি ও মার্ক রুসেল পরিচালিত ‘আওয়ার ওয়ার’, বিকাল ৩টা ৩০ মিনিটে থাকছে মিস্তিস্লাভ চেরনোভ পরিচালিত ‘টু থাউজেন্ড মিটারস টু অ্যান্দ্রিকা’।

আঁ সাঁর্তে রিগা বিভাগে আছে ফিলিস্তিনি যমজ ভাই আরব ও টারজান নাসের পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা’। এতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত একটি অঞ্চলে হত্যা ও বন্ধুত্বের গল্প। উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয়েছে ইসরায়েলি পরিচালক নাদাভ লাপিদের সামাজিক বিদ্রুপাত্মক ছবি ‘ইয়েস’। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানোর পরবর্তী ঘটনা নিয়ে এটি নির্মিত।

কানের আরেক সমান্তরাল বিভাগ এসিআইডি’তে রয়েছে ২৫ বছর বয়সী ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসোনাকে কেন্দ্র করে নির্মিত ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ প্রামাণ্যচিত্র। গত মাসে এসিআইডি’র নির্বাচিত তালিকা ঘোষণার একদিন পর গাজায় ইসরায়েলি বিমান হামলায় সপরিবারে নিহত হন তিনি। এ ঘটনায় ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সি পরিচালিত প্রামাণ্যচিত্রটির প্রতি সবার আগ্রহ বেড়েছে। এসিআইডি আয়োজন করে থাকে চলচ্চিত্র পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য ডিফিউশন অব ইন্ডিপেন্ডেন্ট সিনেমা।

ইরানে আইনি সমস্যা ও কারাদণ্ডের সম্মুখীন হওয়া দুই পরিচালকের পৃথক দুটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতায়। এরমধ্যে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ পরিচালনা করেছেন জাফর পানাহি। আর ‘ওম্যান অ্যান্ড চাইল্ড’ বানিয়েছেন সাঈদ রোস্তাই।

আদনান আল রাজীব । ছবি: রানআউট ফিল্মস

বাংলাদেশের ‘আলী’
এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। এর মাধ্যমে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রথমবার উড়বে লাল-সবুজ পতাকা। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। আলীর মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। এর গল্পে দেখা যাবে, বাংলাদেশের উপকূলীয় একটি শহরে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। সেখানকার এক কিশোর শহরে চলে যাওয়ার সুযোগ পেতে একটি গানের প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে তার আসল কণ্ঠস্বর লুকিয়ে রাখে!

‘হোমবাউন্ড’ চলচ্চিত্রের দৃশ্যে বিশাল জেটোয়া ও ইশান খাট্টার । ছবি: ধর্মা প্রোডাকশন্স

ভারতের অবস্থান
কানের লালগালিচায় লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে প্রথমবার জৌলুস ছড়াবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া লরিয়াল প্যারিসের নিয়মিত মুখ হিসেবে ঐশ্বরিয়া রাই যথারীতি হাজির হবেন। এছাড়া আসবেন উর্বশী রাউতেলা। আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত ‘হোমবাউন্ড’ ছবির প্রচারণা চালাবেন জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার, বিশাল জেটোয়া, প্রযোজক করণ জোহর ও পরিচালক নীরাজ গাইওয়ান। আমেরিকান পরিচালক মার্টিন স্করসেসি ‘হোমবাউন্ড’ ছবির সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। মার্শে দ্যু ফিল্মে ‘তানভি দ্য গ্রেট’ ছবির প্রচারণা চালাবেন অনুপম খের।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের মধ্যে অন্যতম ভারতের পায়েল কাপাডিয়া। গত বছর তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ গ্রাঁ প্রিঁ জিতেছে। এবার তিনি অন্যদের ছবি বিচার করবেন! সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তির ৫৫ বছর পূর্তি উদযাপন করা হবে কান ক্ল্যাসিকসে। এ প্রদর্শনীতে অংশ নেবেন ছবিটির অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

শিক্ষার্থী নির্মাতাদের জন্য বরাদ্দ লা সিনেফ শাখার ২৮তম আসরে নির্বাচিত ছবির তালিকায় আছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র কোকোব জিব্রেহাওয়েরিয়া তেসফে পরিচালিত ‘অ্যা ডল মেড আপ অব ক্লে’। এর বিষয়বস্তু ভারতে আফ্রিকান অভিবাসীদের সমস্যা। ২৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে দেখানো হয়েছে, কলকাতায় লিগে কম বেতনে ফুটবল খেলতে আসা আফ্রিকানদের বেশিরভাগই উদ্বেগ, ভয় ও পরিচয় সংকটে ভোগে। আহত হয়ে খেলার বাইরে থাকলে তাদের অনেকেই বাসা ভাড়া কিংবা হাসপাতালে যাওয়ার সামর্থ্য রাখে না।

জুলিয়েট বিনোশ । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

নারীর জয়গান
মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২২টি ছবির মধ্যে ৭টির পরিচালক নারীরা। কান উৎসবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন একজন নারী। ১৯৬৫ সালে কানে ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী অলিভিয়া ডি হাভিল্যান্ডের পর ১৯৬৬ সালে উৎসবটিতে বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন। ৬০ বছর পর এমন উদাহরণ সৃষ্টি হলো। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। আমেরিকান এই নির্মাতার স্থলাভিষিক্ত হয়েছেন অস্কার জয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। তার সভাপতিত্বে জুরি বোর্ডের সিদ্ধান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন সমালোচকরা। বিচারক প্যানেলে আরও থাকছেন অস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি।

১৬২টি কন্টেন্ট
মূল প্রতিযোগিতায় ২২টি ছাড়াও আঁ সাঁর্তে রিগা বিভাগে ২০টি, প্রতিযোগিতার বাইরে ১২টি, কান প্রিমিয়ারে ১০টি, স্পেশাল স্ক্রিনিংসে ৯টি, কান ক্ল্যাসিকসে ৩০টি, সিনেমা দ্যু লা প্লাজে ১৬টি, শর্টফিল্ম প্রতিযোগিতায় ১১টি, শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফ-এ ১৬টি ও ইমারসিভ প্রতিযোগিতায় ১৬টিসহ মোট ১৬২টি পূর্ণদৈর্ঘ্য, মাঝারি দৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে গ্রাঁ প্রিঁ, জুরি পুরস্কার, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য ও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার । ছবি: কান উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট।

জোড়া পোস্টার
এবারের আসর দিয়ে কান উৎসবের ইতিহাসে প্রথমবার কোনো আসরকে কেন্দ্র করে জোড়া পোস্টার তৈরি হয়েছে। এতে স্থান পেয়েছে দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ অভিনীত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ (১৯৬৬) ছবির একটি দৃশ্য। এর মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানালো কান উৎসব কর্তৃপক্ষ। সব মিলিয়ে দারুণ একটি আসরের আভাস মিলছে!

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *