কানের লালগালিচায় উর্বশী, হাতে কত লাখ টাকার ক্রিস্টাল পার্স

টাইমস রিপোর্ট
3 Min Read
উর্বশী রাউতেলার হাতে তোতা পাখি আকৃতির ক্রিস্টালের পার্স । ছবি: ইনস্টাগ্রাম

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় রূপের জাদু দেখাতে ফিরলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার লাল-নীল-হলুদ রঙের মিশ্রণে তৈরি কাঁধখোলা গাউনে হাজির হয়েছেন তিনি। চোখে গাঢ় বেগুনি রঙের আইশ্যাডো। চুলে রঙিন রত্নপাথর খচিত মুকুট। কানে মানানসই দুল। হাতে তোতা পাখি আকৃতির ক্রিস্টালের সাড়ে ৪ লাখ রুপির ফ্যাশনেবল ক্লাচ। সব মিলিয়ে ৩১ বছর বয়সী এই তারকার লুকে প্রিন্সেসের আবহ।

উর্বশীর গাউন ডিজাইন করেছেন ফিলিপাইনের মাইকেল সিঙ্কো। এ যেন মেক্সিকান শিল্পের প্রাণবন্ত মোজাইকে অনুপ্রাণিত হরেক রঙের ক্যালিডোস্কোপ। এতে সংস্কৃতি, পোশাক ও সিনেম্যাটিক গ্ল্যামার উদযাপনের বার্তা রয়েছে।

কান উৎসবের লালগালিচায় উর্বশী রাউতেলা । ছবি: ইনস্টাগ্রাম

ফরাসি উপকূলীয় শহরে কান উৎসবের প্রতি আসরেই লালগালিচায় ধরা দেন উর্বশী রাউতেলা। এবারও ব্যতিক্রম হয়নি। তার তোতা পাখি আকৃতির ক্লাচটি ডিজাইন করেছেন হাঙ্গেরিয়ান-আমেরিকান ডিজাইনার জুডিথ লিবার। এর মূল্য ৫ হাজার ৪৯৫ ডলার (৬ লাখ ৭০ হাজার টাকা)।

মঙ্গলবার ৭৮তম কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ‘লিভ ওয়ান ডে’র ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচা অনুষ্ঠানে দেখা গেছে উর্বশীকে। যদিও তার গ্ল্যামারাস লুক নিয়ে মোটেই সন্তুষ্ট নন নেটিজেনরা। তাদের অনেকে তাকে কটাক্ষ করেছেন।

কান শহরে উর্বশী রাউতেলা । ছবি: ইনস্টাগ্রাম

কানের লালগালিচায় লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে প্রথমবার জৌলুস ছড়াবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া লরিয়াল প্যারিসের নিয়মিত মুখ হিসেবে ঐশ্বরিয়া রাই যথারীতি হাজির হবেন। আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত ‘হোমবাউন্ড’ ছবির প্রচারণা চালাবেন জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার, বিশাল জেটোয়া, প্রযোজক করণ জোহর ও পরিচালক নীরাজ গাইওয়ান। আমেরিকান পরিচালক মার্টিন স্করসেসি ‘হোমবাউন্ড’ ছবির সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে ‘তানভি দ্য গ্রেট’ ছবির প্রচারণা চালাচ্ছেন অনুপম খের।

কান শহরে উর্বশী রাউতেলা । ছবি: ইনস্টাগ্রাম

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের মধ্যে অন্যতম ভারতের পায়েল কাপাডিয়া। গত বছর তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ গ্রাঁ প্রিঁ জিতেছে। এবার তিনি অন্যদের ছবি বিচার করবেন! সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তির ৫৫ বছর পূর্তি উদযাপন করা হবে কান ক্ল্যাসিকসে। এ প্রদর্শনীতে অংশ নেবেন ছবিটির অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল।

শিক্ষার্থী নির্মাতাদের জন্য বরাদ্দ লা সিনেফ বিভাগের ২৮তম আসরে নির্বাচিত ছবির তালিকায় আছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র কোকোব জিব্রেহাওয়েরিয়া তেসফে পরিচালিত ‘অ্যা ডল মেড আপ অব ক্লে’।

ফ্রান্সের কান শহরে ১৩ মে থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ২৪ মে পর্যন্ত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *