কানের লালগালিচায় আলিয়ার জৌলুস

টাইমস রিপোর্ট
2 Min Read
কান উৎসবের লালগালিচায় আলিয়া ভাট । ছবি: ইনস্টাগ্রাম

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে রূপের জৌলুস ছড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হালকা গোলাপি রঙের চমৎকার লেইস গাউনে সেজে লালগালিচায় হাজির হলেন তিনি। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতো অজস্র খাঁজ। দেখে মনে হয় যেন ফুলের পাপড়ির আস্তরণ! ছিমছাম গয়নার সঙ্গে এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা করেছেন নায়িকা।

কানের লালগালিচায় এবারই প্রথম পা পড়লো আলিয়ার। শুক্রবার অভিষেকেই আলো কেড়ে নিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা। তার ঝলমলে সাজ, ব্যক্তিত্ব, মনকাড়া হাসি ও রূপের জৌলুসে মুগ্ধ কানসৈকত।

কান উৎসবের লালগালিচায় আলিয়া ভাট । ছবি: ইনস্টাগ্রাম

আলিয়ার পরা গাউনটি ডিজাইন করেছে ইতালির বিখ্যাত ফ্যাশন প্রতিষ্ঠান স্কিয়াপারেল্লি। এতে পাতলা, নরম কাপড়ের ওপর রয়েছে সিকুইনের সূক্ষ্ম কাজ। পোশাকে অসংখ্য ফুলের মোটিফ সেলাই করা।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবারের আসরে মূল প্রতিযোগিতায় থাকা ‘দ্য মাস্টারমাইন্ড’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচায় হাজির হন আলিয়া। ফরাসি সৌন্দর্য প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে উৎসবে অংশ নিচ্ছেন তিনি।

কান উৎসবের লালগালিচায় আলিয়া ভাট । ছবি: ইনস্টাগ্রাম

ফ্রান্সের দক্ষিণে উপকূলীয় শহর কানের বিলাসবহুল হোটেল মার্টিনেজে উঠেছেন আলিয়া। শুক্রবার মুম্বাই থেকে রওনা দেন তিনি। বিমানবন্দরে ফরাসি ব্র্যান্ড গুচির একটি ট্যাঙ্ক টপ ও ফ্লেয়ার্ড জিন্সে দেখা যায় তাকে। এর সঙ্গে গুচির ট্যান্ড জ্যাকেট ও হাতব্যাগ নজর কেড়েছে ভক্তদের। জানা গেছে, হাতব্যাগটির দাম অন্তত ৩ লাখ রুপি। জ্যাকেটটি প্রায় ৫ হাজার ডলার (প্রায় সাড়ে ৪ লাখ রুপি)। এছাড়া তার পরনের জিন্সের দাম ১৪০০ ডলার (প্রায় ১ লাখ ২০ হাজার রুপি)। সাদা ট্যাঙ্ক টপের দাম ৬৮০ ডলার (৫৮ হাজার রুপি)। রোদচশমার দাম ৪০ হাজার রুপির কাছাকাছি। সব মিলিয়ে কানযাত্রায় প্রায় দশ লাখ টাকার বেশভূষায় নিজেকে সাজান তিনি।

কান শহরের মার্টিনেজ হোটেলে আলিয়া ভাট । ছবি: ইনস্টাগ্রাম

এবারের উৎসবের লালগালিচায় বলিউড অভিনেত্রীদের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন, জাহ্নবী কপূর, জ্যাকলিন ফার্নান্দেজ, উর্বশী রাউতেলা, অদিতি রাও হায়দারি, শালিনী পাসসিসহ অনেকে দ্যুতি ছড়িয়ে ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছেন। গত ১৩ মে শুরু হয় কান উৎসব। শনিবার এই আয়োজনের পর্দা নামছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *