কানাডায় নৌ দুর্ঘটনায় বাংলাদেশি বৈমানিক ও ব্যবসায়ী নেতার মৃত্যু

1 Min Read
কানাডার কাওয়ার্থা লেকে নৌ দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু ঘটে। ছবি: এক্স থেকে নেওয়া

কানাডার কাওয়ার্থা লেকে বেড়াতে গিয়ে নৌ দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিক সাইফুজ্জামান ও ব্যবসায়ী নেতা আব্দুল্লাহ হিল রাকিব।

নিহত সাইফুজ্জামান। ছবি: ফেসবুক প্রোফাইল

বিমানের মুখপত্র রওশন কবির জানিয়েছেন, নিহত সাইফুজ্জামন বাংলাদেশ বিমানের বোয়িং-৭৮৭ এর বৈমানিক ছিলেন। ভিন্ন একটি সূত্র জানিয়েছে, নিহত আব্দুল্লাহ হিল রাকিব ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সহসভাপতি।

নিহত আব্দুল্লাহ হিল রাকিব। ছবি: সংগৃহীত

স্থানীয় পুলিশ ওই নৌ দুর্ঘটনায় দুজনের মৃতুর কথা জানিয়ে এক্স-এ বার্তা দিয়েছে।

টরোন্টোর প্রবাসী বাংলাদেশিরা জানান, স্থানীয় সময় রোববার ওই দুজন সপরিবারে টরেন্টো থেকে ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেকের পাড়ে বেড়াতে যান।

সাইফুজ্জামান, তার ছেলে ও রাকিব একটি ছোট ডিঙ্গি নৌকায় লেকে নৌ ভ্রমণে গেলে বাতাসে নৌকাটি উল্টে যায়। বিকাল ৩টার দিকে ওই দুর্ঘটনায় ছেলেটি সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকি দুজন ডুবে মারা যান। পরে পুলিশ ও উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কানাডার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *