কানাডায় নৌ দুর্ঘটনায় নিহত বিমানের বৈমানিক সাইফুজ্জামান ও শিল্পপতি আব্দুল্লাহ হিল রকিবকে প্রবাসী বাংলাদেশিরা বুধবার শেষ শ্রদ্ধা জানাবেন।
টরেন্টোর একজন প্রবাসী সাংবাদিক জানিয়েছেন, বাংলাদেশি কমিউনিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সময় বুধবার, আসরের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানের ‘সুনাতুল জামাত অব অন্টারিও’তে হবে নিহতদের নামাজে জানাজা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সর্বস্তরের মানুষের নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর বৈমানিক সাইফুজ্জামান স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। আর শিল্পপতি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক নেতা আব্দুল্লাহ হিল রকিবের রেখে যাওয়া স্বজনরা হলেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা।
এর আগে কানাডার স্থানীয় সময় সময় রোববার সাইফুজ্জামান ও বিজিএমইএ-এর সাবেক নেতা আব্দুল্লাহ হিল রকিব সপরিবারে টরেন্টো থেকে ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেকের পাড়ে বেড়াতে যান। সাইফুজ্জামান, তার ছেলে ও রাকিব একটি ছোট ডিঙ্গি নৌকায় লেকে নৌ ভ্রমণে গেলে বাতাসে নৌকাটি উল্টে যায়। বিকাল ৩টার দিকে ওই দুর্ঘটনায় ছেলেটি সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকি দুজন ডুবে মারা যান। পরে পুলিশ ও উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক শোক বিবৃতিতে জানিয়েছে, নিহত বৈমানিক সাইফুজ্জমানের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কানাডার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আর শিল্পপতি আবদুল্লাহ হিল রাকিবের মরদেহ বিমানের একটি ফ্লাইটে আগামী শুক্রবার রাতে ঢাকায় আনা হবে। রাকিবের বন্ধু, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।