শ্রীলংকা সফরে গিয়েই জ্বরে আক্রান্ত হন মেহেদী হাসান মিরাজ। ছিলেন না দলীয় অনুশীলনে। সেরে না ওঠায় খেলছেন না চলতি গল টেস্টেও। তবে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন সুস্থ হয়ে দলের সাথে ড্রেসিংরুমে যোগ দিয়েছেন বাংলাদেশের এই সহ-অধিনায়ক।
গলে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই মিরাজকে মাঠে দেখা গেছে। জ্বরের ধকল কাটিয়ে শুরু করেছেন অনুশীলন। জানা গেছে, কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলার জন্য শারীরিকভাবে ফিট আছেন তিনি।
গল টেস্টে মিরাজের অভাবটাও ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। তার বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। তবে ব্যাট হাতে প্রথম ইনিংস রানের খাতাই খুলতে পারেননি তিনি। সেই হিসেবে বলা যায়, মিরাজ ফিরলে একাদশে জায়গা হারাবেন বিজয়।
মিরাজ একাদশে ফেরা মানে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সুবিধা পাওয়া। লোয়ার অর্ডারে তার ব্যাটিংয়ের সাথে কলম্বোর স্পিন সহায়ক উইকেটেও হতে পারেন কার্যকরী৷ আগামী ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট।