প্রায় ৭৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলমের দুই ছেলেসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন, সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহি, সাবেক উপ-কর কমিশনার আমিনুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন, সাবেক এসএভিপি মো. আহসানুল হক, সাবেক এসএভিপি রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন এবং গাজী মুহাম্মদ ইয়াকুব।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিজেদের মধ্যে যোগসাজশ করে জালিয়াতির মাধ্যমে ভুয়া পে-অর্ডার সৃষ্টি করে তা বৈধ হিসেবে ব্যবহার করেন। ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য ১২৫ কোটি টাকা আয়কর পরিশোধ করার কথা থাকলেও মাত্র ৫০ কোটি টাকা পরিশোধ করেন। ফলে এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় ৭৫ কোটি টাকা।