দেশে করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মত রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এসব রোগের প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। করোনা ও ডেঙ্গুতে সম্প্রতি মৃত্যুর ঘটনা ঘটছে।
ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত খুলছে রোববার। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা নিয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে করোনা পরীক্ষা এখনো শুরু হয়নি।
একাধিক স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে সর্দি-কাশি হলেই মানুষ করোনা পরীক্ষা করাতে চাচ্ছে। কিন্তু দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনা পরীক্ষার কিট ও টিকার সংকট রয়েছে।
প্রয়োজনীয় ওষুধ, প্লাটিলেট কিট, জনবল ও স্থান সংকটের কারণে হাসপাতালগুলো ডেঙ্গুর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। বেসরকারি অনেক হাসপাতালে এর পরীক্ষা ও চিকিৎসাসেবা চলছে।

বাংলাদেশে বর্ষা এলে প্রতিবছরই ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যায়। কিন্তু চলতি বছর একই সময়ে করোনা সংক্রমণের ঘটনা ঘটায় বিষয়টি উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, চলতি মাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। গত মে মাসে এক হাজার ৭৭৩ জন আক্রান্ত হয়েছিলো। কিন্তু এ বছর জুন মাসের প্রথম ১৪ দিনে দেশব্যাপী এক হাজার ২৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর হার এখন পর্যন্ত চলতি মাসেই বেশি। এ মাসে একদিনে (শুক্রবার) ডেঙ্গুতে পাঁচজন মারা গেছেন। এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৯ জন। এর আগে জানুয়ারি মাসে মারা যান ১০ জন।
এদিকে মশার কামড়ে চিকুনগুনিয়া রোগীর সংখ্যাও বাড়ছে। নমুনা পরীক্ষা করার পর অধিকাংশ রোগী চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, পপুলার ও ল্যাবএইডের ডায়াগনস্টিক বিভাগে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, করোনা ভাইরাস ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি। অভিভাবকরা যোগাযোগ করে তাদের শঙ্কার কথা জানাচ্ছেন। এর মধ্যে ২৬ জুন দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী জানান, করোনা সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আসন বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে।