কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে টাস্কফোর্স যাত্রা শুরু করেছে। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের (রামু ক্যান্টনমেন্ট) জেনারেল কমান্ডিং অফিসারের (জিওসি) নেতৃত্বে রোববার এই মাদকবিরোধী টাস্কফোর্স যাত্রা শুরু করে।
ইতোমধ্যে টাস্কফোর্সটি প্রায় ২২ লাখ পিস ইয়াবা, প্রায় দেড় হাজার লিটার বাংলা মদ, ৩৮ কেজি গাঁজা, ৭৩৫ ক্যান বিয়ার ও প্রায় আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে। এছাড়া ৩৪৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা দেওয়া হয়েছে।
রোববার এক প্রেস ব্রিফিংয়ে টাস্কফোর্সের সদস্য সচিব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, গত ১৪ জুলাই কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেন। ২০ জুলাই মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে টাস্কফোর্স গঠন করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট এই টাস্কফোর্সে আইনশৃঙ্খলা বাহিনীর, পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আছেন।
সোমেন মন্ডল বলেন, ‘কক্সবাজার ও আশেপাশের এলাকায় মাদক পাচারের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে তা সমূলে ধ্বংস করার লক্ষ্যে টাস্কফোর্স কাজ শুরু করেছে। এই টাস্কফোর্স তিনটি ধারায় কাজ করবে।’
মাদক চোরাচালান রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও এই টাস্কফোর্স কাজ করবে বলে জানান সদস্য সচিব।
‘জনগণই মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে’, আশা প্রকাশ করে বলেন সোমেন মণ্ডল।