ওয়েব সিরিজে আসছেন নাবিলা

টাইমস রিপোর্ট
2 Min Read
(বাঁ থেকে) আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, ভিকি জাহেদ । ছবি: সংগৃহীত
Highlights
  • ২০২৪ সালের জুনে রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এবার ওটিটিতে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

ওয়েব সিরিজের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ ও অভিনেতা আফরান নিশো ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনের জন্য একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন। আবার তারা জোট বেঁধেছেন! ভিকি জাহেদের পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন নিশো। তার সঙ্গে এতে প্রধান নায়িকা থাকছেন উপস্থাপক-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এবারই প্রথম ভিকির পরিচালনায় কাজ করলেন তিনি। এছাড়া ওটিটিতে এটাই তার প্রথম কাজ।

নতুন ওয়েব সিরিজটির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘একে’ (ওরফে)। তবে এটি ‘আজাদ’ নামে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে এর বেশিরভাগ অংশের শুটিং হয়েছে।

আফরান নিশো । ছবি: আফরান নিশোর ফেসবুক

অভিনেতা আফরান নিশো ছোট পর্দার গণ্ডি পেরিয়ে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র মাধ্যমে দুই বছর আগে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। গত ঈদুল ফিতরে শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’তে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার ওটিটিতে ফিরছেন এই তারকা। দুই বছর আগে হইচইয়ে মুক্তি পায় নিশোর সর্বশেষ ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’।

অন্যদিকে ২০২৪ সালের জুনে রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এবার ওটিটিতে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

মাসুমা রহমান নাবিলা । ছবি: স্টুডিও চিজকেক

নতুন ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘দাগি’র প্রযোজক শাহরিয়ার শাকিল। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণাধীন এই সিরিজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

২০২২ সালে ভিকি জাহেদের প্রথম ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ অভিনয় করেছেন আফরান নিশো। তিন বছর পর আবার ওটিটির দর্শকদের আরেকটি নতুন কাজ উপহার দিতে যাচ্ছেন তারা। টেলিভিশন চ্যানেলে ভিকি জাহেদের পরিচালনায় নিশোর ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *