বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর এখন মুল কাজ হল সবাই মিলে দেশকে গড়তে হবে। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। এখন কাজ হল সবাই মিলে দেশ গড়ার।’
শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফকরুল আরও বলেন, ‘আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তাদের মধ্যে অন্যতম। আমরা আন্দোলন করেছি এবং রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছি, যা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন বয়ে আনবে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ও স্ব-নির্ভর বিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি।
সাইফুল হক তার বক্তব্যে বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা করতে হবে এবং অধিকার, ইনসাফ ও মুক্তির লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।