এ বছরই ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

টাইমস রিপোর্ট
1 Min Read
চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মতবিনিময় সভায় বক্তব্য দেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। ছবি: ইউএনবি

চলতি বছরের শেষ নাগাদ ঢাকার সঙ্গে ইসলামাবাদের সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে আগ্রহী পাকিস্তান। এ বছরের শেষে ঢাকা-ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার পাশাপাশি দুই দেশের বন্দরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেলে আমদানি-রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

শুক্রবার দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনও উপস্থিত ছিলেন।

জাম কামাল খান বলেন, ‘চামড়া ও চিনি শিল্প, গার্মেন্টস শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ যৌথভাবে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমেডিয়েট পণ্য উৎপাদন করতে পারলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।’

বাণিজ্যের সম্ভাবনা প্রসঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আলোচনায় ফলপ্রসূ অগ্রগতি হয়েছে। ব্যবসার বৈচিত্র্য আনা এবং আমদানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করছে।’

ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর, বিএসআরএম ও কেএসআরএম কারখানা পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *