এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে বৃহস্পতিবার।
সোমবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সেই নিয়ম মেনেই ১০ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে সেদিন ফল প্রকাশ হতে পারে।
ফল প্রকাশের দিন থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা অংশগ্রহণ করেছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৬৩টি।
কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
সাধারণ, মাদ্রাসা ও কারিগরি-এই তিন ধারায় মিলে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী এবার এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নেয়। শিক্ষা বোর্ড জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়ন দ্রুত শেষ করতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিযুক্ত করা হয়েছে।
ফল প্রকাশের দিন সকালে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করা হবে। পরে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত জানানো হবে।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কঠোর নজরদারি চালানো হয়েছে বলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।