এবার মওলানা ভাসানীর সেতুর ‘রিফ্লেক্টর লাইট’ চুরি

টাইমস ন্যাশনাল
2 Min Read
তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু। ছবি: টাইমস

গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুতে এবার বেশকিছু ‘রিফ্লেক্টর লাইট’ চুরির ঘটনা ঘটেছে। তবে, কতগুলো লাইট চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

সোমবার সকালে ‘রিফ্লেক্টর লাইট’ চুরির বিষয়টি জানান গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী। এর আগে, তিস্তা নদীর ওপর নির্মিত ওই সেতু উদ্বোধনের পরদিনই ৫ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়।

স্থানীয়রা জানান, তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লাইট চুরি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রতিস্থাপনসহ এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সেতুতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

মাটি খুঁড়ে চুরি করা হয় ভাসানী সেতুর বৈদ্যুতিক তার। ছবি: টাইমস

অপরদিকে, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত তার উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, দ্রুততম সময়ের মধ্যে সেতুতে চুরি যাওয়া তার প্রতিস্থাপনের মাধ্যমে ল্যাম্পপোস্টগুলো সচল করতে কাজ চলছে।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার ওপর নির্মিত এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্থের এই সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির সর্ববৃহৎ প্রকল্প। এটি নির্মাণে খরচ হয়েছে ৯২৫ কোটি টাকা।

বুধবার সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *