পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজির সময় দিনাজপুরে আটক করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়দানকারী এক যুবককে। তারিকুল ইসলাম নামের ঐ যুবক নিজেকে এনসিপির পার্বতীপুর উপজেলার মুখ্য সংগঠক বলে দাবি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পেয়েছে সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব মালামাল দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে সরানো হচ্ছিল।
রাত পৌনে ৮টার দিকে কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় মালামালসহ দুটি ট্রাক আটকায় তারিকুলসহ কয়েকজন। তারা চাঁদা দাবি করলে ট্রাকচালকের মাধ্যমে খবর পায় পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তারিকুলকে আটক করে। এর আগেই অন্যরা পালিয়ে যায়। র্যাব-১৩-এর একটি দল তারিকুলকে রাতেই পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এনসিপি নেতা তারিকুলকে রাত ১০টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী ও র্যাব-১৩। এই ঘটনায় সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।’
‘আটক তারিকুল নিজেকে পার্বতীপুর উপজেলা এনসিপির মুখ্য সংগঠক আবার কখনো আহ্বায়কের পরিচয় দিতেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, পার্বতীপুরে এনসিপির কোনো কমিটি নেই।’
তারিকুল ইসলাম পাবর্তীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে।
পুলিশ জানায়, চাঁদা দাবির সময় তারিকুলের সঙ্গে ৩০/৩৫ জন ছিল। তারা ট্রাক দুটির গতিরোধের পর অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তারিকুলকে জিজ্ঞাসাবাদ ও নানাভাবে তথ্য যাচাইয়ের মাধ্যমে তার সঙ্গীদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।