রাজধানীর বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে দশটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম আহত হয়েছেন বলে এনসিপি দাবি করেছে। সেখানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন, তবে তিনি অক্ষত আছেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছেন। সেজন্য সাধারণ মানুষকে ভয় দেখাতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
এর আগে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে চলন্ত একটি গাড়ি থেকে ককটেল ছুড়ে মারলে তার বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার রাতের বিস্ফোরণের পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে এনসিপি তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। রাত পৌনে বারোটায় সেখানে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানান নেতৃবৃন্দ।