ধর্মঘটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অচলাবস্থায় প্রতিদিন আমদানি-রপ্তানি খাতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা এই সংকটের দ্রুত সমাধান দাবি করেন।
শনিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশের সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া বন্ধ হয়ে যায় আয়কর, কাস্টমস ও ভ্যাট কার্যক্রম। আন্দোলনকারীরা চেয়ারম্যানের অপসারণ, ‘দমনমূলক বদলি আদেশ’ বাতিল এবং সংস্কার কমিটিতে তাদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন।
এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে জরুরি সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু সরকারের উদ্দেশ্যে বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত কেন অপেক্ষা? আজই সমাধান করতে হবে।’
১৩টি ব্যবসায়িক সংগঠনের এই সম্মেলনে নেতারা কাস্টমস ক্লিয়ারেন্স স্থগিত, বন্দরে জট, কাঁচামাল সরবরাহে বিলম্ব ও ব্যয়বৃদ্ধির কারণে রপ্তানি ও উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, ‘দক্ষ ও হয়রানিমুক্ত রাজস্ব বোর্ড সবার স্বার্থেই জরুরি।’
তিনি অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়ে প্রধান উপদেষ্টা দপ্তরের তত্ত্বাবধানে ত্রিপক্ষীয় সংলাপের আহ্বান জানান এবং আন্দোলনকারীদের শর্তহীনভাবে কাজে ফেরার অনুরোধ করেন।
এদিকে, আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ শনিবার বিকালে জানায়, রোববারও ‘কমপ্লিট শাটডাউন’ চলবে, যা ব্যবসায়ীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।