এক দিনে তিন খেলায় বাংলাদেশের জয়

টাইমস স্পোর্টস
3 Min Read
ক্রিকেট, হকি, ফুটবল- এক দিনে তিন জয় বাংলাদেশের। ছবি: সংগৃহীত

মায়ানমারের ইয়াঙ্গুন থেকে চীনের দাজু হয়ে শ্রীলংকার কলম্বো, সর্বত্র বাংলাদেশের জয়জয়কার। শনিবার এশিয়ার ক্রীড়াঙ্গনে ক্রিকেট, ফুটবল আর হকি মিলে দারুণ এক দিন কাটালেন বাংলাদেশের খেলোয়াড়রা। এশিয়ান কাপে বাছাইপর্ব বাংলাদেশ নারী ফুটবল দলের দাপট, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে নারী-পুরুষ দুই দলের জয় শেষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচ। এমন একটা দিন ক্যালেন্ডারে আলাদা করে রাখতেই পারে বাংলাদেশ।

ফুটবল: এশিয়ান কাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করেছেন মনিকা- ঋতুপর্নারা। অবশ্য এক ম্যাচ আগে বাহরাইনকে হারিয়েই টিকেট পেয়েছিল এশিয়ান কাপের। এর আগে ‘সি’ গ্রুপে স্বাগতিক মায়ানমারকে হারিয়ে শুরু হয় তাদের মিশন। সব মিলিয়ে তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে ১৬টি, হজম করেছেন মাত্র একটি।

ক্রিকেট: তানভীর শো’তে ওয়ানডে সিরিজে টিকে রইল বাংলাদেশ

কলম্বোতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের পুঁজি নিয়ে শ্রীলংকার প্রথম ৭ উইকেট বাংলাদেশ নিয়ে নেয় ১৫৬ রানে। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম একাই নেন পাঁচ উইকেট। উড়তে থাকা শ্রীলংকাকে টেনে ধরেন এই বাঁহাতি স্পিনার। দিলশান মাদুশকাকে ফিরিয়ে শুরু স্পিন জাদুর, ২০ বলে ফিফটি করা কুশাল মেন্ডিসকে টার্নে বিভ্রান্ত করে লংকান শিবিরে ধাক্কা, তাদের আশার প্রতীক কামিন্দু মেন্ডিস ও ভেল্লালাগের উইকেট নিয়ে শেষের চমক; সবই আজ দেখিয়েছেন তানভীর। অবশ্য সেই ধ্বংসস্তুপ থেকে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য গড়ায় ৪৯-তম ওভারে। জানিথ লিয়ানাগের ৮৫ বলে ৭৮ রানের ইনিংসেই অবশ্য অতদূর পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ, ম্যাচ জুড়ে খরুচে বোলিং করা মোস্তাফিজুর রহমানের এক স্লো বাউন্সারে। ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শ্রীলংকার দেয়া ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচ হারে ৭৭ রানের ব্যবধানে।

হকি: যুবাদের লংকা জয়ের দিনে উড়ল মেয়েরাও

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে একই দিনে দুই জয় পেল বাংলাদেশ। শ্রীলংকাকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। মোহাম্মাদ আব্দুল্লাহ একাই করেন ৪ গোল। এর আগে হংকংকেও হারিয়েছেন তারা। একই টুর্নামেন্টে উজবেকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরে শুরু হয় বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *