একক ব্যবস্থায় চলবে ঢাকার বাস 

টাইমস রিপোর্ট
1 Min Read
যানজটে অচল হতে বসেছে ঢাকা, বাড়ছে জনদুর্ভোগ। ছবি: সংগৃহীত

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে আনা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলছে।

এর ফলে প্রতিদিন যাত্রীরা যানজট, দুর্ঘটনা, ভাড়া নিয়ে প্রতারণা ও নানা ভোগান্তির মুখে পড়েন। তরুণ ও সক্ষম যাত্রীরা কোনোরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি অনেক বেশি দুর্বিষহ হয়ে দাঁড়ায়।

বিবৃতিতে জানানো হয়, অকার্যকর রুটে অনিয়ন্ত্রিত বাস চলাচল ঢাকার যানজটের অন্যতম কারণ। শুধু এই বিশৃঙ্খলার জন্যই বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।

প্রেস উইং জানিয়েছে, নতুন ব্যবস্থায় সব কোম্পানিকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ফিরে আসবে, ভাড়ায় প্রতারণা কমবে এবং যাত্রীসেবায় উন্নতি হবে।

সরকারের প্রত্যাশা, এই উদ্যোগে গণপরিবহন হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ার ফাঁদে পড়তে হবে না। লাখো নগরবাসীর জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *