এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের

টাইমস রিপোর্ট
2 Min Read
জিএম কাদের। ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘দেশের প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশ হতাশগ্রস্ত। তারা নিরপেক্ষভাবে কাজ করার মনোবল হারিয়ে ফেলেছে।’

বুধবার বিকালে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেসিডিয়াম সভায় এসব কথা বলেন তিনি।

প্রশাসন সবসময় মামলার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই।’

নব্য দলীয়করণের ভিত্তিতে পছন্দের লোকজনকে বিভিন্ন পদে পদায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, এসব কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতা নষ্ট করেছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিএম কাদের বলেন, ‘দেশ অনিশ্চয়তার পথে চলছে। একটি ভালো নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। কিন্তু, আমরা দেখছি এই সরকারের ভিতরে আরেকটি সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না।’

সরকার দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইন-শৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই এবং খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে যাচ্ছে। দেশে বিনিয়োগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে এবং বেকার সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’

‘একটি সুন্দর নির্বাচন পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে না।’

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুর রশীদ সরকার, এইচএম শাহরিয়ার আসিফ এবং মইনুর রাব্বী চৌধুরী রুম্মনসহ অন্যরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *