এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এইচএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। এছাড়া স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা।
স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী অতীতে এপ্রিলে এইচএসসি পরীক্ষা হলেও গত কয়েক বছর নানা কারণে এলোমেলো এ রীতি। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সাল থেকে পরিবর্তন হয়ে গেছে সূচি। গতবছর পরীক্ষা শুরু হয় ৩০ জুন থেকে। তবে প্রথম সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশ করে শিক্ষা বিভাগ।
আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘এবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে। এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে। যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে। অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই।’
২০২৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ শিক্ষার্থী। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় পরীক্ষার্থী প্রায় ৭৩ হাজার কম। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।
করোনা সংক্রামণ রোধে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পড়া বাধ্যতামূলক করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।