কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে ফ্রান্সের দক্ষিণে উপকূলীয় শহরে ১২ দিন ধরে থাকে বর্ণিল আয়োজন। বিখ্যাত ও উদীয়মান নির্মাতাদের নতুন কিছু চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার, লালগালিচার ঝলকানি, তারকাখচিত সংবাদ সম্মেলন, সমুদ্র সৈকতে পার্টি, চলচ্চিত্র শিল্প নিয়ে মতবিনিময়, চলচ্চিত্র প্রকল্প বেচাকেনার বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মসহ আরও কত কী! শনিবার এবারের আসরের পর্দা নামছে। শেষবেলায় কানসৈকতে সবার মধ্যে কৌতূহল একটাই– কে জিতবে স্বর্ণপাম?
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। ফরাসি অভিনেতা লরোঁ লাফিত এই আয়োজন সঞ্চালনা করবেন।
মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে একটি ছবিকে স্বর্ণপাম দেবে অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বে নয় সদস্যের জুরি বোর্ড। অন্যরা হলেন– ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া, অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, অভিনেতা জেরেমি স্ট্রং, ইতালিয়ান অভিনেত্রী আলবা ররওয়াকার, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি, কঙ্গোর পরিচালক দিয়ুদো আমাদি, কোরিয়ান পরিচালক হং স্যাং সু, মেক্সিকা পরিচালক কার্লোস রেগাদাস।
কান উৎসবে গতবার স্বর্ণপাম জয়ের পর সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। ফলে এবার কোন ছবি স্বর্ণপাম পাবে আর সেটি পরবর্তী সময়ে হলিউডের প্রথম সারির পুরস্কারগুলো বাগিয়ে নেবে কিনা, সেসব ক্ষেত্রে এবারের বিচারক প্যানেলকে পর্যবেক্ষণে রেখেছেন সমালোচকরা। স্বর্ণপাম ছাড়াও সমাপনী আয়োজনে দেওয়া হবে গ্রাঁ প্রিঁ, জুরি পুরস্কার, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য ও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণপাম। কানের গত আসরে সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়ী ‘দ্য সাবস্ট্যান্স’ একটি অস্কার জিতেছে।

মূল প্রতিযোগিতা বিভাগে খ্যাতিমান নির্মাতাদের মধ্যে ইওয়াকিম ত্রিয়ারের নতুন ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ স্বর্ণপামের জন্য ফেভারিট ভাবছেন সমালোচকরা। এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ১৫ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। ছবিটিতে অভিনয় করেছেন নরওয়ের তারকা রেনোট রাইন্সবে। ২০২১ সালে একই পরিচালকের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ ছবির সুবাদে কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
এবারের আসরে কোন ছবি স্বর্ণপাম জিতবে, সেই আভাস পাওয়া যায় নিয়ন-এর কার্যক্রমে তাকালে। স্বাধীন এই পরিবেশনা সংস্থা গত পাঁচ আসরে যে চলচ্চিত্রের স্বত্ব নিয়েছে, সেটিই স্বর্ণপাম জিতেছে! আমেরিকান পরিবেশক নিয়ন এখন পর্যন্ত বাগিয়ে নিয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ইরানি পরিচালক জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ও ব্রাজিলের ক্লেবার মেনদোঙ্কা ফিলো পরিচালিত ‘দ্য সিক্রেট এজেন্ট’। সমালোচকদের ধারণা, এই তিনটি ছবির মধ্যে যেকোনো একটি চলচ্চিত্র স্বর্ণপাম জিততে পারে।

নিয়নের পরিবেশনা স্বত্বের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন স্ক্রিনডেইলি’র জুরি গ্রিডের ওপর ভিত্তি করে স্বর্ণপাম নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায়। এক্ষেত্রে জার্মানির মাশা শিলিনস্কি পরিচালিত ‘সাউন্ড অব ফলিং’ ও ইউক্রেনের সের্গেই লজনিৎজা পরিচালিত ‘টু প্রসিকিউটরস’ ছবি দুটি সম্ভাবনা রয়েছে।
মূল প্রতিযোগিতায় থাকা ২২টি ছবির পরিচালকদের মধ্যে এর আগে স্বর্ণপাম জিতেছেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো ও বেলজিয়ামের দারদেন ভ্রাতৃদ্বয়। ২০২১ সালে ‘তিতান’ ছবির সুবাদে কানের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে স্বর্ণপাম জয় করেন জুলিয়া দুকুরনো। অন্যদিকে জ্যঁ-পিয়ের ও লুক দারদেন পরিচালিত ‘রোসেট্টা’ (১৯৯৯) ও ‘দ্য চাইল্ড’ (২০০৫) স্বর্ণপাম জিতেছে। আবারও তাদের ভাগ্যে স্বর্ণপাম আছে কিনা জানা যাবে কয়েক ঘণ্টা পরেই।
গত ১৩ মে ফরাসি নারী আমেলি বোনাঁ পরিচালিত ‘লিভ ওয়ান ডে’ চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে ৭৮তম কান উৎসবের পর্দা ওঠে। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। কানের ইতিহাসে এবারই প্রথম কোনো পরিচালকের প্রথম ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে আসরের উদ্বোধন হয়।

‘আলী’র জন্য আশা
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শনিবার শুরুতে দেওয়া হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের স্বর্ণপাম। এবারের আসরে নির্বাচিত ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে যেকোনো একটি ছবি এই সম্মান পাবে। এছাড়া একটি ছবিকে স্পেশাল মেনশন দিতে পারেন বিচারকরা। আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ স্বর্ণপাম জিততে পারে বলে আশা করা হচ্ছে। কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি এটাই।
এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জয়ী ছবির নাম ঘোষণা করবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।
ফিরে দেখা
কান হলো বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসব। তৎকালীন শাসক ফ্যাসিবাদীদের আধিপত্যে থাকা ভেনিসের চলচ্চিত্রকেন্দ্রিক জাঁকজমকপূর্ণ আয়োজনের বিকল্প হিসেবে ১৯৩৯ সালে প্রথম এই আয়োজনের কথা ভাবা হয়। ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এটি হয়ে আসছে। মাঝে ১৯৪৮ ও ১৯৫০ সালে অর্থাভাবে উৎসব বাতিল হয়ে যায়। সেই থেকে কানে প্রদর্শিত অসংখ্য ছবি অস্কারে গৌরব অর্জন করেছে। ফরাসি উপকূলীয় এই মনোরম শহর অনেক পরিচালকের ক্যারিয়ারের ভিত গড়ে দিতে সহায়ক হয়েছে। তাদের মধ্যে অন্যতম কোয়েন্টিন টারান্টিনো। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র বাজার বসে কান উৎসবে, যেখানে প্রতি বছর বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পে যুক্ত ১৫ হাজারের বেশি পেশাদারদের মিলনমেলা ঘটে।