চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের কারণে চট্টগ্রামের উন্নয়ন টেকসই করতে সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি অপরিহার্য।
শুক্রবার আনোয়ারা উপজেলার বোয়ালিয়ায় বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিদিন করপোরেশনের বাইরে বসবাসরত বিপুল সংখ্যক মানুষ নগরে এসে কাজ করছেন ও ব্যবসা-বাণিজ্যে যুক্ত হচ্ছেন। অথচ এসব এলাকা করপোরেশনের আওতাভুক্ত না হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।’
রাজস্ব আহরণে বড় ঘাটতি তৈরি হচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলি ও আনোয়ারার বেশ কিছু অঞ্চলকে সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করা জরুরি, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘অতীতে আমরা সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করেছি। জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। আগামীতেও জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।’