উড়োজাহাজ বিধ্বস্ত: গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিহত

1 Min Read
গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ছবি: দ্য টেলিগ্রাফ

ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু তাদের প্রতিবেদনে বিজয় রূপানি’র মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে দুর্ঘটনায় পতিত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজেটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ১২ নম্বরে ছিলেন বিজয় রূপানি।

২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি।

বিজয় রূপানির জন্ম ১৯৫৬ সালের ২ আগস্ট, মিয়ানমারে। ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তার পরিবার ভারতের রাজকোটে আসে। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন তিনি। এরপর আরএসএস এবং জনসংঘে যোগদান।

ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়ে ১১ মাস জেলেও থাকতে হয়েছে। ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান। ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ২০১৬ সালের ৭ আগস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। ২০২১ সালে ইস্তফা দেন। তার স্থলাভিষিক্ত হন ভুপেন্দ্রভাই প্যাটেল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *