উড়াল দিতেই খুলে পড়ল বিমানের চাকা

টাইমস রিপোর্ট
1 Min Read
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: উইকি

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ড্যাশ ৮ ফ্লাইটটি (বিজি ৪৩৬)  উড্ডয়নের পরপরই উড়োহাজাজের এক পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিমান সূত্র জানায়, তবে এটি অবতনে কোনো সমস্যা হয়নি। পরে ৭১ যাত্রী নিয়ে দুপুর ২.১০ মিনিটে ফ্লাইটটি  নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানিয়েছেন,  ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার পর পরই বিমানে প্রকৌশল বিভাগ বিমানবন্দরে গিয়ে ঘটনার কারণ খুঁজে দেখছে। ফ্লাইটটিকে ‘ইমাজেন্সি’ ঘোষণা করা হয়েছে।

বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। অল্পের জন্য দুর্ঘটনার ঝুঁকি এড়ানো গেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *