পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবারও অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৭টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাত পরিচালনা করবেন। প্রতিকূল আবহাওয়ায় জামাতটি জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, বায়তুল মোকাররম মসজিদে মোট পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে—সকাল ৭টা থেকে শুরু করে সর্বশেষ ১০টা ৪৫ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত ছাড়াও হলভিত্তিক জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে।
বিভিন্ন বিভাগীয় শহরেও প্রস্তুতি চূড়ান্ত। চট্টগ্রামে প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় আরেকটি জামাত হবে।
রাজশাহীতে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, খুলনায় সার্কিট হাউস মাঠে একই সময়ে। খুলনার বিভিন্ন মসজিদ ও ওয়ার্ডে ৭০০টির বেশি জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হেমায়েত উদ্দিন ঈদগাহে, সিলেটের শাহী ঈদগাহে সকাল ৮টায় এবং রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায়।
দেশের বৃহত্তম ঈদ জামাতের আয়োজন থাকবে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সকাল ৯টায়। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানেও লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সারাদেশে মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।