ঈদে আসছে নতুন টাকা, বঙ্গবন্ধুর ছবি বাদ

টাইমস রিপোর্ট
1 Min Read
নতুন টাকার নমুনা। ছবি: ইউএনবি
Highlights
  • 'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন এবং সিরিজের সব মূল্যমানের দুই, পাঁচ, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং এক হাজার টাকার নতুন নোট ছাপানোর কার্যক্রম শুরু করেছে।

ঈদুল আজহা সামনে রেখে আগামী ১ জুন থেকে এক হাজার, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের নতুন ডিজাইন ও সিরিজের নোট বাজারে মিলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই নোট থেকে বাদ পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশনা ও যোগাযোগ বিভাগের পরিচালক মহুয়া মহসীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন এবং সিরিজের সব মূল্যমানের দুই, পাঁচ, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং এক হাজার টাকার নতুন নোট ছাপানোর কার্যক্রম শুরু করেছে।

এতে আর বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন ডিজাইনের নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

এছাড়া, নতুন নোটের পাশাপাশি বর্তমান প্রচলিত সব কাগজের নোট এবং ধাতব মুদ্রা যথারীতি বাজারে চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি এক হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। আগ্রহীরা মিরপুর টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করতে পারবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *