ঈদের ছুটি শেষে সচল হচ্ছে ঢাকা

admin
By admin
1 Min Read
ছবি: সংগৃহিত

ঈদুল ফিতরের টানা নয়দিনের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) আবার খুলেছে সব সরকারি অফিস, ব্যাংক ও আদালত। অফিসের সময়সূচিও ফিরেছে আগের নিয়মে—সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে সরকারি-বেসরকারি দপ্তরে।

ঈদের ছুটির পর বন্ধ থাকা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্বল্পমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও এ দিন থেকে আবার চালু হচ্ছে।

ঈদের আগে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস। এরপর ২৮ ও ২৯ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে শুরু হয় টানা নয়দিনের ছুটি। ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। সরকার ঘোষিত ছুটি ছিল ৩০ মার্চ, ৩১ মার্চ ও ১ এপ্রিল। পাশাপাশি নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়।

সবমিলিয়ে ঈদের মূল পাঁচদিন ছাড়াও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট নয়দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা।

এখন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সবাই, আবারও সচল হতে শুরু করেছে ঢাকা মহানগরীর কর্মজীবন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *