বড় পর্দার এক অভিনেতার বিয়ের ঘোষণা, তার সঙ্গে সম্পর্কে জড়ানো এক তরুণীর আত্মহত্যার গুঞ্জন, এ ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করা এক বিনোদন সাংবাদিকের ওপর প্রাণনাশের হুমকি। এসব নিয়েই তৈরি হলো ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। এতে একসঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এবারের ঈদুল আজহায় দীপ্ত প্লেতে মুক্তি পাবে এটি।
‘হাইড এন সিক’-এর গল্পে দেখা যাবে, বড় পর্দার তারকা ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার পরপরই দুর্ঘটনায় আহত হয় রাশা। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাশা আত্মহত্যা করতে চেয়েছিলো। কারণ ইমতিয়াজের সঙ্গে মেয়েটির গোপন সম্পর্ক ছিলো। এ ঘটনার রহস্য উন্মোচনের জন্য বিনোদন সাংবাদিক নাদিয়া প্রশ্ন তোলায় তার ওপর আসে প্রাণনাশের হুমকি। নাদিয়া বুঝতে পারে, বড় কোনো ঘটনা ঘটছে। লুকোচুরি খেলছে আশেপাশের প্রতিটি চরিত্র।

বিনোদন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। দীঘি থাকছেন রাশা চরিত্রে। ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, চমকসহ অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক।
‘হাইড এন সিক’ পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। তিনি বলেন, ‘থ্রিলারধর্মী এই গল্পে এমন একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যা আমাদের সমাজে ঘটলেও অনেক সময়ই অপ্রকাশিত থাকে। এটি গ্ল্যামারজগত নিয়ে সেই ট্যাবু ভাঙার প্রয়াস। গ্ল্যামারজগতের রঙিন আলোর আড়ালে থাকা অন্ধকার দিক দেখা যাবে এতে।’