ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

টাইমস রিপোর্ট
1 Min Read
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি: সংগৃহীত
Highlights
  • ‘বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না।’

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।

সংবাদমাধ্যম আল-জাজিরার খবর বলা হয়, মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত।

পেসকভ আরও বলেন, ‘বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না।’

আপাতদৃষ্টে ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও, রাশিয়া বহু বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলকে দূরে ঠেলে না দেওয়ার কৌশল অবলম্বন করছে মস্কো।

মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ বলেন, রাশিয়া একটি অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে। দেশটি আন্তরিকভাবেই একটা রাজনৈতিক সমাধান চায়।

এদিকে, ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সর্বশেষ দফার হামলায় ইরানি বাহিনী ইসরায়েলের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মঙ্গলবার ইরান দফায়–দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘাত শুরুর প্রথম দিকের তুলনায় গত দুই দিনে একসঙ্গে কমসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। শুরুর দিকে প্রতিটি দফায় ডজন খানেক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *