যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে সরকার পরিবর্তন চান না এবং সবকিছু শান্ত দেখতে চান তিনি।
মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইরানের সরকার পরিবর্তন হোক-এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক।’ এর আগে ট্রাম্প বলেছেন, ইরান-ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে যুদ্ধবিরতি এখনো ‘কার্যকর’ আছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের সময় তিনি বলেন, ‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না।’
ইরানের মানুষ আবারো দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, যোগ করেন তিনি।